রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কেন্দ্রীয় ও সর্ববৃহৎ পূজা মণ্ডপ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন নেতারা। পাশাপাশি বিভিন্ন পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে বিএনপি নেতারা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে বাঘাইছড়ি বিএনপি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে দলটির সজাগ দৃষ্টি রয়েছে। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে।
একুশে সংবাদ/এ.জে