AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে যুবদল নেতার মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০৬:০২ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

মালদ্বীপে যুবদল নেতার মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল

সম্প্রতি মালদ্বীপে স্ট্রোকজনিত কারণে নিহত যুবদল নেতা আহমেদ কামাল (৪৮)-এর মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি আলমগীর মজুমদার, মালদ্বীপ যুবদলের পদপ্রত্যাশী আরিফুল ইসলাম ও আব্দুল মান্নান, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মাসুম মুন্না ও নুর নবী মানিক প্রমুখ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বক্তারা সবাইকে তাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার মাগফেরাত কামনার আহ্বান জানান।

দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি মালদ্বীপ শাখার ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

প্রসঙ্গত, পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমান আহমেদ কামাল। গত ৬ ডিসেম্বর বুকের ব্যথাজনিত স্ট্রোকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!