AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোর যুবলীগের আবারও ঝটিকা মিছিল


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:২৮ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

যশোর যুবলীগের আবারও ঝটিকা মিছিল

যশোরে আবারও ঝটিকা মিছিল করেছে বলে দাবি করেছেন যুবলীগ নেতা ও সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন। তিনি ঝটিকা মিছিলে তোলা একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক বা কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ সরকার মানি না, মানব না’; ‘পাকিস্তানের দালালরা হুঁশিয়ার, সাবধান’; ‘আমার মাটি, আমার মা—পাকিস্তান হবে না’; ‘অবৈধ তফসিল মানি না, মানব না’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এ ধরনের স্লোগানসহ আরও অনেক স্লোগান তারা দেন।

উল্লেখ্য, এর আগে যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে সংগঠনটির একাংশ ঝটিকা মিছিল বের করেছিল। যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে প্রায় পাঁচ মিনিটের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই মিছিলটিও সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, “এটা ঝটিকা মিছিল বলা যাবে না। পাঁচ-সাতজন ব্যক্তি এক স্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে দ্রুত সরে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!