AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান: অসুস্থ ৪০ বাংলাদেশি, নিহত ২


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৮:৩২ এএম, ১২ ডিসেম্বর, ২০২৫

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান: অসুস্থ ৪০ বাংলাদেশি, নিহত ২

সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের নৌকায় পানির বদলে ভুলবশত পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। পথিমধ্যে নৌকাটি ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। যাত্রাপথে খাবার ও পানি না থাকায় দুই দিনের বেশি সময় তারা ক্ষুধা–তৃষ্ণায় অস্থির ছিলেন। একসময় পানি মনে করে বোতলে থাকা পেট্রোল পান করেন অনেকেই, ফলে একে একে অচেতন হয়ে পড়েন। পরে গ্রিক কোস্টগার্ড ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল বিষয়টি জানালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে অনেকের পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে মারাত্মক ক্ষতি হয়েছে। শীতজনিত অবস্থা, পানি শূন্যতা এবং দুর্বলতা চিকিৎসাকে আরও কঠিন করে তুলেছে। পেট্রোলের বিষক্রিয়াতেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর চারজনের মধ্যে একজনের কিডনিতে মারাত্মক প্রভাব পড়ায় তার ডায়ালাইসিস চলছে। অন্যদের অবস্থা শঙ্কামুক্ত হলে দুই দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। চিকিৎসার পর তাদের মালাকাসা ক্যাম্পে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগীরা জানান, দালালদের মাধ্যমে নৌকা ভ্রমণে বের হলেও পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক পরিবেশে তারা জীবনবিপন্ন অবস্থায় পড়েন।

প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। মানবপাচারকারীদের কাছ থেকে দূরে থাকা এবং বৈধ উপায়ে বিদেশগমনের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। হাসপাতালে থাকা বাংলাদেশিদের সকল প্রকার সহায়তা দেওয়া হচ্ছে।

নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে দূতাবাস জানিয়েছে।

এ ঘটনার পর গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের সহায়তায় দূতাবাস, গ্রিক পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!