৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডার এবং ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ডা. মো. কাউসার আহমেদ মোহনকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’।
শুক্রবার বিকেল ৪টায় পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বড়ধাদাস গ্রামে সংগঠনটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব, বড়ধাদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জোনাব আলী মোস্তাফিজ, রাজশাহী সিটি কলেজের সহকারী প্রফেসর আয়নাল হক, নুরুল ইসলাম, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, ডা. কাউসার আহমেদ মোহনের এ অর্জন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। তার সাফল্য নতুন প্রজন্মকে এগিয়ে যেতে উদ্দীপনা দেবে।
ডা. মোহন তার বক্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়—এটি বড়ধাদাসের প্রতিটি মানুষের।” তিনি ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বড়ধাদাস গ্রামে কৃষক খলিলুর রহমানের তিন সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ মো. কাউসার আহমেদ মোহন ১৯৯৮ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বড়ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে চকধাদাস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পান।
২০১৫ সালে রাজশাহী কলেজে ভর্তি হয়ে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ৫ম, ৮ম শ্রেণি, এসএসসি ও এইচএসসির সব পরীক্ষায়ই তিনি বোর্ড বৃত্তি লাভ করেন।
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বুয়েট, ঢাবি, এমবিবিএস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি চিকিৎসা পেশাকেই বেছে নেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হন। ২০২২ সালে এমবিবিএস ও ২০২৩ সালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।
সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন নিয়ে তিনি অংশ নেন ৪৫, ৪৬, ৪৭ ও ৪৮তম বিসিএস পরীক্ষায়। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ পুলিশ সার্ভিসে এএসপি হিসেবে এবং ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে তিনি সুপারিশপ্রাপ্ত হন। পাশাপাশি ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার প্রথম দুটি ধাপ উত্তীর্ণ হয়ে ভাইভার প্রস্তুতি নিচ্ছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

