বেনাপোলের বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইমন বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আকরাম হোসেনের ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিলেন।
মরহুমের বন্ধু হৃদয় মোল্লা জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ইমন বেনাপোল বাজার থেকে এক বন্ধুর সঙ্গে বাহাদুরপুর যাচ্ছিল। বাহাদুরপুর মোড়ে পৌঁছালে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর নবনির্মিত লাইট পোস্টের বড় খাম্বায় তার মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাথার পেছনের শিরায় রক্ত জমাট বাঁধার কারণে দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢাকা থেকে মরদেহ আসার পর শুক্রবার নিজ গ্রামে জানাজা শেষে বেনাপোল ওয়ার্ডের গণকবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান অত্যন্ত উৎসাহী হয়ে বাহাদুরপুর পঞ্চমুখী মোড়ে বিশাল লাইট পোস্ট ও গোলচত্বর নির্মাণ করেন, যা রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করেছে। এতে নিয়মিত যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, পৌরবাসীর প্রয়োজনীয় টেকসই উন্নয়ন না করে ব্যস্ততম এলাকা, ‘আই লাভ বেনাপোল’ লাইটবোর্ড, পৌরগেটের আদলে ডেমি গেটসহ বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় কাঠামো নির্মাণ করা হয়েছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

