AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৪ এএম, ১২ ডিসেম্বর, ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হবে। এবার পরীক্ষা আগের তুলনায় বাড়তি সময় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। সময়সীমা শেষে কোনও পরীক্ষার্থীকে হলে ঢোকার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময় ঠিক ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালি সম্বলিত স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমানের প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস বা কোনো ধরনের ব্যাগ মোটেই কেন্দ্রে নেওয়া যাবে না।

পরীক্ষার প্রশ্ন কাঠামোতে থাকবে— জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক মূল্যায়নে ১৫ নম্বর।

এবার সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০, সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। সবমিলিয়ে এমবিবিএসে ১১ হাজার ১০১টি এবং বিডিএসে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।

এদিকে প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি— মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!