AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, আবহাওয়া পূর্বাভাসে শিলাবৃষ্টি-বজ্রঝড়ের শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ৫ ডিসেম্বর, ২০২৫

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, আবহাওয়া পূর্বাভাসে শিলাবৃষ্টি-বজ্রঝড়ের শঙ্কা

হিমেল হাওয়া বইতে শুরু করায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের উপস্থিতি ক্রমশ জোরদার হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও।

ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার যে পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে—এই সময় দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ওপর দিয়ে ৩ থেকে ৮টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহের সংখ্যাই থাকবে বেশি। তবে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪–৬°সে) আকার ধারণ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদীনালা অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে; দেশের অন্যান্য স্থানে পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। অনেক ক্ষেত্রে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়বে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিনের জন্য শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ও দেখা দিতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!