বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিনি রবিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহচর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বাজারের দোকানপাট, পথচারী ও স্থানীয় জনগণের হাতে হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
মাজহারুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার বহন করে। এই কর্মসূচি বাস্তবায়নই আজকের সময়ের দাবি।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জে গত ১৪ বছরে বিএনপি নামে কখনো চাঁদাবাজি হয়নি। আমরা চাই ভবিষ্যতেও বিএনপি একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত দল হিসেবে পরিচিত থাকুক। আমি যদি মনোনীত হতে পারি, প্রতিশ্রুতি দিচ্ছি কিশোরগঞ্জে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা অনিয়ম সহ্য করা হবে না।
প্রচারণা কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে বিএনপির রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

