মেহেরপুর সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), ইসা আলীর মেয়ে মিম আক্তার (১৪) এবং সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০)। ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, বিকেলে চার শিক্ষার্থী বিলে শাপলা ফুল তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মেহেরপুর ফায়ার স্টেশনের অফিসার শামিম রোজা বলেন, “চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা।”
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

