দক্ষিণ আফ্রিকায় সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ঘাউটেং প্রভিন্স।
ফোরামের মাসিক পরিকল্পনার আলোকে সিরাতুন্নবী (সাঃ) দাওয়াতি দশক উপলক্ষে জোহানেসবার্গ, ফোর্ডসবার্গ, মেফেয়ার, মালবান, লানেসিয়া ও এলডোরাডোপার্কসহ প্রতিটি শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব জোহানেসবার্গের স্মল স্ট্রেট এলাকায় প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোহানেসবার্গ জোনের তত্ত্বাবধায়ক মো. নুরুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন দ্বীন মোহাম্মদ রুবেল এবং সঞ্চালনায় ছিলেন সভাপতি মতিউর রহমান আ. মতিন।
প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ও ঘাউটেং প্রভিন্স সভাপতি মো. শরীফ উদ্দিন, ঘাউটেং প্রভিন্সের সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন এবং স্মল স্ট্রেট জামে মসজিদের ইমাম মাহবুবুল রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বাজার শাখার সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মনিরুল ইসলাম, স্মল স্ট্রেট শাখার অর্থ সম্পাদক বায়োজিদ ভুঞা, প্রচার সম্পাদক মিলনসহ আরও অনেকে।
একুশে সংবাদ/এ.জে