শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মতিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভারুয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা আব্দুল মতিন বলেন, তিনি মৃত গাতাইন মারাকের মেয়ে নমুনা সাংমা ও যমুনা সাংমার কাছ থেকে বাঐবাধা মৌজার ৮৬ নং খতিয়ানভুক্ত বিআরএস রেকর্ডমূলে ৪৭১ দাগের ৮০ কাতে ১৫ শতাংশ জমি মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেছেন। এসময় তিনি ৫ লক্ষ টাকা যমুনা সাংমাকে পরিশোধ করেন এবং লেনদেনের দলিল স্ট্যাম্পে লিখিত রয়েছে।
তিনি অভিযোগ করেন, উক্ত জমির টাকা আত্মসাতের মিথ্যা নাটক সাজিয়ে গত ২৮ সেপ্টেম্বর নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। তারা দাবি করেছেন যে, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তিনি ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন। কিন্তু আব্দুল মতিন বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।
যুবদল নেতা আরও বলেন, এর ফলে তার সামাজিক মর্যাদা ও মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতির বিবেক। কলমের শক্তি দ্বারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্যতা জাতির সামনে আপনারা লিখনীর মাধ্যমে তুলে ধরবেন—এর জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”
উক্ত সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে