বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মির্জাপুলস্থ অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সদস্য মোঃ একরাম হোসেন চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং এডভোকেট মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সন্দ্বীপের কৃতি সন্তান মোঃ মোশারফ হোসেন ভুইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন শফিউল জামান, খোরশেদুল আলম তালুকদার, ডা. আলফাজ, সাংবাদিক আজগর সালেহী, মোখতার হোসাইন, ফজলুল করিম, আকতার হোসাইন, অহিদুল আলম, সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মোঃ সেলিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীর খুব প্রয়োজন। জাতীয়তাবাদী পেশাজীবী দলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য চট্টগ্রাম উত্তর জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন পেশার জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হবে।”
বিশেষ অতিথি মোঃ মোশারফ হোসেন ভুইয়া বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি যখন দখলবাজ, ভূমিদস্যু ও সুবিধাবাজদের কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, ঠিক তখনই চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের কমিটি গঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
সভায় আগত বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়ে দ্রুত চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের কমিটি ঘোষণার দাবি জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।
একুশে সংবাদ/এ.জে