দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের উইটব্যাংক এলাকায় কাজী মহিউদ্দিন পলাশ (৪৫) নামে এক বাংলাদেশির মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মহিউদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশে গিয়ে পুনরায় দক্ষিণ আফ্রিকায় ফেরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধের পর থেকে বুধবারও দোকান খোলা হয়নি। বৃহস্পতিবার সকালে দোকানের পেছনের দরজা খোলা দেখে স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতরে তল্লাশি চালিয়ে আইস প্যাকেটের নিচে ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত মরদেহের গলায় প্লাস্টিক প্যাঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। ফ্রিজের পাশে একটি ভারী হাতুড়িও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দোকানের মালাউই কর্মচারী হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে। তার খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে