AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরের ৩ শিক্ষার্থী ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৬:০৬ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরের ৩ শিক্ষার্থী ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন শেরপুরের তিন শিক্ষার্থী। তাদের এই সাফল্যে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বিজয়ীরা হলেন—

মো. রবিউল ইসলাম, শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমর একুশে হল সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন।

আরাফাত আক্তার তামান্না, ঝিনাইগাতী উপজেলার কৃতি সন্তান এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোকেয়া হলের আবাসিক এই শিক্ষার্থী পাঠকক্ষ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৩৮ ভোটে জয়ী হন।

মো. ইয়াকুব আলী আসিফ, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাঁপাড়া গ্রামের সন্তান। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স করছেন। সলিমুল্লাহ মুসলিম হলের বহিঃক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

শিক্ষার্থীদের এ অর্জনকে শেরপুরবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন। স্থানীয়রা জানিয়েছেন, তিন তরুণের এই সাফল্য জেলার নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!