ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ঘাউটেং প্রভিন্স।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জোহানেসবার্গের ফোজসবার্গ এলাকার আল-মক্কা রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রভিন্স সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম।
এসময় বক্তব্য রাখেন লিম্পুফো প্রভিন্সের দায়িত্বশীল আমিরুল ইসলাম, ঘাউটেং প্রভিন্সের সমাজকল্যাণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মতিন, ডেবিটনের সভাপতি মেছবাহ উদ্দিন, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন, জোহানেসবার্গ শহরের সাবেক সহ-সভাপতি মো. নরুল্ল্যাহ এবং স্মল স্ট্রিট বিজনেস ফোরামের উপদেষ্টা দ্বীন মোহাম্মদ রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মেফেয়ার শাখার সেক্রেটারি মো. মহসিন, জোহানেসবার্গ শাখার সভাপতি মতিউর রহমান মতিন, সেক্রেটারি গিয়াস উদ্দিন কিরন, প্রচার সম্পাদক মিলন, ফোজসবার্গ শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুর রহমান হাসিব, সহকারী সেক্রেটারি ইমাম হোসেন সোহেলসহ অনেকে।
প্রধান অতিথি মোশাররফ হোসাইন বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয় অর্জন করেছে। মূলত বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আমরা আশা করি, নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের আমানত রক্ষা করবেন।”
একুশে সংবাদ/এ.জে