AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৯:৪৮ এএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রি টাউনের ব্রাকপানে মোশাররফ হোসেন সোহাগ (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামিক ফোরামের স্থানীয় দায়িত্বশীল মঊনুল হাসান মিঠু জানান, রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সোহাগ ব্যবসায়িক কাজে মনির হোসেন নামে আরেক বাংলাদেশির দোকানে যান। দোকানের সামনে গাড়ি নিয়ে পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নিকটবর্তী ডেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি আরও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

মরহুম সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৭নং বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী কালামিয়ার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। দেশে তার বৃদ্ধা মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০০৭ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং একাধিকবার দেশে সফর করেন। সর্বশেষ ২০২২ সালের ১৫ ডিসেম্বর তিনি আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

তিনি ইসলামিক ফোরাম অব আফ্রিকার গাউটেং প্রভিন্সের সহযোগী সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মো. শরীফ উদ্দিন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রবিবার ব্রাকপানের তাওহীদ জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল তার মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!