সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রবিবার (২৪ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি মধ্যনগর উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন এবং পরিচালনা করেন সদস্য সচিব সাইদুল ইসলাম সেফুল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য রাখেন জেলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ছাত্র দলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার প্রমুখ।
বক্তৃতায় নেতারা বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর নতুন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দল কাজ করবে। তারা আরও জানান, দল সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় সংগ্রাম করে আসছে এবং বিএনপির পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করা হবে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে