জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুমিন ফারহানা আসলে “আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক” হিসেবে কাজ করছেন।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনে যদি হুমকি-ধমকি বা সন্ত্রাসী কার্যকলাপ দেখা যায়, তবে রুমিন ফারহানাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তিনি একসময় শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের আবেদন করেছিলেন। আমার মনে হয়, আওয়ামী লীগ সরকারের পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনিই।”
তিনি আরও বলেন, “আজ নির্বাচন কমিশনে রুমিন ফারহানার ভূমিকা আমরা নিন্দা জানাই। বিএনপির ভেতরে যারা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন, তারা যেন জনগণের মনোভাব অনুধাবন করেন। নতুবা দেশ আবারও রাজনৈতিক অস্থিরতায় পড়বে।”
এনসিপি নেতা অভিযোগ করেন, বিএনপি যেন “গুন্ডাতন্ত্র” প্রতিষ্ঠার পথে হাঁটছে না। তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানসহ যেসব নেতা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, আমরা ধরে নিচ্ছি সেগুলো বিএনপির হাইকমান্ডের নির্দেশেই হচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, “আজ নির্বাচন কমিশনে যা ঘটেছে, তার বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান কী হয়, আমরা সেদিকেই নজর রাখব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আহ্বান, আপনারা যেন রাজনৈতিক স্বার্থে পক্ষপাতদুষ্ট না হন।”
একুশে সংবাদ/জা.নি/এ.জে