জামালপুর-১ (দেওয়ানগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত ছিলেন, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী। ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি পাঁচ বছর জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে দেওয়ানগঞ্জ এলাকায় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন।
সাবেক এমপির সেই উন্নয়ন কর্মকাণ্ড আজও স্থানীয় মানুষের মুখে মুখে। এলাকাবাসীর ভাষায়, এমপি মিল্লাতের আমলে দেওয়ানগঞ্জে যেন উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছিল।
শনিবার (১৬আগষ্ট) তাঁরই সুযোগ্য পুত্র শাহদাৎ বিন জামান রৌমারী-রাজীবপুরে আগমন করেন। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “আমার বাবা দেওয়ানগঞ্জে যেভাবে উন্নয়নমূলক কাজ করে জনগণের আস্থা অর্জন করেছিলেন, আমি চাই রৌমারী ও রাজীবপুরও সেই উন্নয়নের ছোঁয়া পাক। আমাদের দল যদি আগামী দিনে সরকার গঠন করে, তবে আমি বাবার স্বপ্নের ধারাবাহিকতায় এখানকার মানুষের জন্য কাজ করতে চাই।”
এ সময় তিনি রৌমারী-রাজীবপুরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাঁর এই বক্তব্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে