AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু ১২ অক্টোবর থেকে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৬ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু ১২ অক্টোবর থেকে

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসের বেশি দেরিতে শুরু হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরুর ঘোষণা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে না পারায় নতুন তারিখ ঠিক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা না থাকলে টিকাদান ক্যাম্পেইন চালানো সম্ভব নয়। এ কারণে ১২ অক্টোবর থেকে নতুন সময়সূচিতে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচি চলবে মোট ১৮ কর্মদিবস। প্রথম ১০ কর্মদিবস বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং পরবর্তী আট কর্মদিবস বিদ্যালয়ে অনুপস্থিত বা স্কুলে না যাওয়া শিশুদের টিকাদান কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারি হিসাবে, ৯ মাস থেকে প্রায় ১৬ বছর বয়সী ৫ কোটি শিশু এ টিকা পাবে। এক ডোজ ইনজেকটেবল টিকা শিশুদের তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টিকাগুলো দেশে আনা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো ক্যাম্পেইন না শুরু হলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে শিশুদের মধ্যে টাইফয়েড আক্রান্তের হার বিশ্বের সর্বোচ্চগুলোর একটি।

প্রসঙ্গত, পদোন্নতি, বেতন ও চাকরির স্থায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারীরা। কর্মকর্তাদের মতে, তাদের দাবির সমাধান ছাড়া জাতীয় পর্যায়ের বড় কোনো টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা কঠিন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!