AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনে ১,৪৬১ জন প্রবাসী গ্রেপ্তার


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৪:৪১ পিএম, ২০ জুলাই, ২০২৫

কুয়েতে রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনে ১,৪৬১ জন প্রবাসী গ্রেপ্তার

কুয়েতে রেসিডেন্সি ও শ্রম আইনসহ বিভিন্ন অপরাধে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ১,৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মেজর জেনারেল হামাদ আল-মুনিফির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৭৩০ জন শ্রম আইন লঙ্ঘনকারী ও ৭৩১ জন পলাতককে আটক করা হয়েছে।

কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় দেশজুড়ে ১,২৭৬টি চেকপোস্ট বসানো হয়। মোট গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২৩ জন বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, ৪৫৬ জনের বৈধ পরিচয়পত্র ছিল না এবং ৩৭৬টি যানবাহন ছিল বিচার বিভাগীয় পর্যবেক্ষণে।

এছাড়া, মাদক ও নেশাজাতীয় দ্রব্য সংক্রান্ত অপরাধে ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৮৩ জন মাদক এবং ২০৬ জন নেশাজাতীয় দ্রব্যের কারণে সন্দেহভাজন হিসেবে আটক হন।

অভিযানে আরও ৪২৪ জন অবৈধ হকার, ৭৪,৮৪২টি ট্রাফিক আইন লঙ্ঘনকারী, ১,৪২৬টি যানবাহন জব্দ এবং অতিরিক্ত ৫৭৯ জন বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পাবলিক সিকিউরিটি সেক্টরের একটি সূত্র জানিয়েছে, পলাতক, আইন লঙ্ঘনকারী এবং বিচার এড়িয়ে চলা ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জনগণকে যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য জানাতে এবং অপরাধীদের আশ্রয় না দিতে আহ্বান জানিয়েছে।

তবে গ্রেপ্তার হওয়াদের মধ্যে কতজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!