AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুরুঙ্গামারীতে দুই দোকানে ৬ লাখ টাকার চুরি, এলাকায় আতঙ্ক



ভুরুঙ্গামারীতে দুই দোকানে ৬ লাখ টাকার চুরি, এলাকায় আতঙ্ক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার ও মিলনী বাজারে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দুটি দোকানে চুরি হয়ে ৬ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। এতে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, বলদিয়া বাজারের ‘তুষ্টি ডিজিটাল স্টুডিও’-এর মালিক ও বিকাশ–নগদ–রকেট এজেন্ট জিয়াউর রহমান নামাজ পড়তে দোকান থেকে বের হন দুপুর ১টা ২৯ মিনিটে। নামাজ শেষে ফিরে এসে দেখেন, ড্রয়ারে রাখা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি জানান, এখনো প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়নি।

অন্যদিকে একই ইউনিয়নের মিলনী বাজারের ‘আলমগীর স্টোর’ নামের মুদি ও বিকাশ–নগদ ব্যবসা প্রতিষ্ঠান থেকেও প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। দোকান মালিক আলী হোসেন জানান, দুপুরে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে বিকেল ৩টার দিকে ফিরে এসে দেখেন ঝাঁপ কাটা ও টাকা নেই। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুতফর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ, সাক্ষী ও দোকানের হিসাবপত্র যাচাই করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। কেউ সন্দেহজনক কোনো ব্যক্তি বা গতিবিধি দেখে থাকলে দ্রুত থানায় জানানোর অনুরোধ করছি।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সিসিটিভি স্থাপন করা হলে এ ধরনের চুরি অনেকাংশে প্রতিরোধ করা যেত।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!