২০২৫ সালের প্রথম হজ্ব ফ্লাইট উড়বে দক্ষিণ আফ্রিকা থেকে। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজ্বযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি অবতরণ করবে সৌদি আরবে। জোহানেসবার্গের ও আর থাম্বো এয়ারপোর্ট থেকে সোমবার বিভিন্ন ফ্লাইটে প্রথম ফ্লাইট দক্ষিণ আফ্রিকান হাজ্বী পবিত্র হজ্বের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। এর মাধ্যমেই এই বছরের হজ্ব মৌসুমের আনুষ্ঠানিক ফ্লাইটের সূচনা হবে। পুরো সপ্তাহে প্রধান মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলির ফ্লাইটগুলি অনুসরণ করবে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধারাবাহিক ভাবে হজ্ব যাত্রা চলতে থাকবে।
২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজের প্রথম ফ্লাইট চালুর একদিন পর ২৯ এপ্রিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে হজ্ব ফ্লাইটের সূচনা হবে। এবং ২ মে ইন্দোনেশিয়া থেকে ফ্লাইট যাবে সৌদি আরবে।
হজ্বযাত্রীদের স্বাগত জানাবেন বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দা এবং মদিনায় বিমানবন্দরে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ। প্রথম দিকে আগত হজ্বযাত্রীদের সরাসরি মক্কা এবং মদিনায় মনোনীত আবাসে স্থানান্তরিত করা হবে।
এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের হজ্বযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুসারে, সৌদি আরব যাওয়ার আগে হজযাত্রীদের প্রয়োজনীয় টিকা নেওয়া এবং হাজী ক্যাম্প থেকে হলুদ কার্ড নেওয়া বাধ্যতামূলক।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

