ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। সোমবার (৩ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন—শ্বশুর আবুল মিয়া (৬৫) ও শাশুড়ি নাজমা বেগম (৩৫)। তারা সরাইল উপজেলার ভুইস্বর গ্রামের বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত গৃহবধূ ভুইস্বর এলাকার ফারুক মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে তার বিয়ে হয় ওই গ্রামের এক যুবকের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। স্বামী ও পরিবারের সদস্যরা বিভিন্ন সময় গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে।
একটি পুত্রসন্তান থাকায় গৃহবধূ সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু গত ২৩ অক্টোবর ভোররাতে গ্রামের পুলিশ মারফত গৃহবধূর বাবা মেয়ের মৃত্যুর খবর পান। পরে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের দক্ষিণ পাশে বাঁশের আড়ায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।
পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর সোমবার সকালে র্যাব-৯ সদর থানার শালগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামি আবুল মিয়া ও নাজমা বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

