সাবেক সচিব, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প গভর্নর, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট বুদ্ধিজীবী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইনাম আহমেদ চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার, মসুদ আহমদ, সদস্য সচিব, ডঃ মুজিবুর রহমান ও অর্থ সচিব, এম আসরাফ মিয়া, সংগঠনের ১২টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বহুমুখি প্রতিভার অধিকারী দেশপ্রেমিক এই নাগরিকের তিরোধানে মুক্ত চিন্তার জগতে এক গভীর শুন্যতা তৈরি হলো যা সহসা পূরণ হবে না বলে উল্লেখ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

