দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জরুরিভাবে একটি দূতাবাসের ব্যবস্থা করাসহ চার দাবি জানিয়েছেন ‘মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি’।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কমিউনিটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, ‘আমরা প্রায় ১০ হাজারের মতো প্রবাসী ৩৩ বছর ধরে মোজাম্বিকে বসবাস ও ব্যবসা করছি। চলতি বছরের ১০ সেপ্টেম্বর মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে রেশারেশি হয়। এ কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান-গোডাউন ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। বর্তমানে আমাদের ঘরবাড়িও নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে চার দফা দাবি জানাচ্ছি।
তাদের দাবিগুলো হলো:
* জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মোজাম্বিকে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
* মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করতে হবে।
* লুটপাটের কারণে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার থেকে নিরাপত্তা ও পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
* মোজাম্বিকে বসবাসকারী বাংলাদেশিদের ঘরবাড়ি, দোকানপাট, গোডাউনের নিরাপত্তার জন্য সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হক, কমিউনিটির অন্যতম সদস্য ইন্জিনিয়ার সফি উল্ল্যাহ, আবু ছায়েদ, লিটন সেন, ওসমান গণি, আব্দুল্লাহ মো. দুলাল মিয়া সহ অনেকেই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :