AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জন্মদিনে তারেক রহমানের ফেসবুকে পোস্ট

নারীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিতে তারেক রহমানের পাঁচ ভাবনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১১ পিএম, ২০ নভেম্বর, ২০২৫

নারীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিতে তারেক রহমানের পাঁচ ভাবনা

নারীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করতে পাঁচটি ভাবনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৬১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ওই প্রস্তাবের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ডিজিটাল বিশ্ব আজ আমাদের জীবন ও রাষ্ট্রীয় কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন বিশ্ব ও বাংলাদেশ উভয়কেই পাল্টে দিয়েছে। যেসব অগ্রগতি কেউই অবহেলা করতে পারে না।

তিনি উল্লেখ করেন, তার ও তার স্ত্রীর সন্তান যে পৃথিবীতে বেড়ে উঠছে, তা তাদের শৈশবের পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তনে যেমন সুযোগ তৈরি হয়েছে, তেমনি উদ্বেগও বাড়ছে। বিশেষ করে নারীদের প্রতি অনলাইন ও অফলাইনে বাড়তে থাকা সহিংসতা ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাংলাদেশ তখনই এগিয়ে যাবে, যখন নারী সমাজ ভয়মুক্তভাবে এগিয়ে যেতে পারবে।

পোস্টে তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে দ্রুত সহায়তামূলক জাতীয় অনলাইন সেফটি সিস্টেম, জনজীবনে সক্রিয় নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এবং নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ। তিনি বলেন, বাংলাদেশ তখনই অপ্রতিরোধ্য হবে, যখন নারী সমাজ নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হবে।

একুশে সংবাদ/এসআর

Link copied!