AB Bank
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাসূল (সা.) উত্তম আদর্শ দিয়ে কাজ করতে হবে-মাওলানা মোশাররফ হোসাইন


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৫:১৬ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
রাসূল (সা.) উত্তম আদর্শ দিয়ে কাজ করতে হবে-মাওলানা মোশাররফ হোসাইন

বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সা.)। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ও আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি আরবের জাহেলিয়া বা অন্ধকার যুগের অবসানকারী ও মানবতার মুক্তির প্রকৃত দিশারি।

রাসূল (সা.) আদর্শ দিয়ে আমাদের নিজের জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাস্ট্রীয় জীবন যদি কাজে লাগাতে পারি। তাহলে মানুষদেরকে আজও ইসলামের পথে ফিরে আনা সম্ভব। দক্ষিণ আফ্রিকায় পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন প্রধান অতিথি বলেন, আল্লাহ তায়ালা সূরা আল আহযাব ২১ আয়াতে বলেছেন, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।

আল্লাহর রাসূল (সা.) এর উত্তম আদর্শ দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। রাসূলের (সা.) হাসি, চেহারা, আচরণ, লেনদেন, ব্যবসা- বানিজ্য, কাজকর্ম দেখে লোকজন ইসলাম গ্রহণ করেছে। আমরাও যদি রাসূল (সা.) আচার-আচরণ মানুষের সাথে করতে পারি, রাসূল ( সা.) অনুপম আদর্শকে মেজামের বৃত্তিতে কাজে লাগাতে পারি, আমাদের দাওয়াত, কথাগুলোকে কাজে লাগাতে পারি, আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি। তাহলে আমাদেরকে দেখে মানুষ ইসলামের দিকে দাবিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের রাসূল (সা.) উত্তম আদর্শ দিয়ে কাজ করতে হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) জোহানেসবার্গের ফোজসবার্গে স্ট্যাটাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিল ও নাতে রাসূল (সা.) সন্ধ্যা আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আমানত উল্ল্যাহ ফারুক, মিডিয়া সম্পাদক আব্দুল মনিম মুন্না, যুব ও ক্রিড়া সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারী শরীফ উদ্দিন।

উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থের সাবেক আহবায়ক ইমরান আলী বাবুল, আল মক্কা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন, ঘাউটেং প্রভিন্সের তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাকিব, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, যুব ও ক্রিড়া সম্পাদক শাহেদ মাহমুদ, পাঠাগার সম্পাদক ইসমাইল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, হাসিবুর রহমান, রবিউল হাসান টিপু, কাউছার আহমেদ, দ্বীন মোহাম্মদ রুবেল, রফিকুল ইসলাম আজাদ, আবুবকর সিদ্দিক সাগর, আফরোজ উদ্দিন, শাহরিয়ার রুবেল, তারেক উদ্দিন, তানবির আহমেদ, মো. শাকিল, শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে হামদ, নাত ও কাওয়ালী সংগীত পরিবেশন করেন আফ্রিকা কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।

 

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!