AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার প্রদান


Ekushey Sangbad
আজিজুল আম্বিয়া, লল্ডন
০৮:০৪ পিএম, ১০ আগস্ট, ২০২৩
ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার প্রদান

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।

 

স্থানীয় সময় বুধবার লন্ডনে আয়োজিত ‘সংগ্রামে ও মুক্তিতে বঙ্গমাতা প্রেরণা’ শীর্ষক বিশেষ স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হালিমা বেগম আলমকে এ পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বেগম ফজিলাতুন নেছা মুজিব নারী ক্ষমতায়ন পুরস্কার ২০২৩’ দেয়া হয়।

 

হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার।

 

একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা

Link copied!