আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয়, তাহলে নানা ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিতে পারে। নির্বাচন আয়োজনে বৈধতা পেতে হলে গণভোট অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কখনোই প্রকৃত অর্থে নির্বাচনমুখী ছিল না। এবারও তাদের অংশগ্রহণের সুযোগ নেই।”
তৃতীয় দফায় জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি ছিল ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। সকালেই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

