AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০০ এএম, ৫ নভেম্বর, ২০২৫

আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

আজ (বুধবার, ৫ নভেম্বর) বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে। এদিন চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটতম কক্ষপথে অবস্থান করবে, ফলে এটি স্বাভাবিকের তুলনায় আরও বড় ও উজ্জ্বল দেখা যাবে। খবর দ্য গার্ডিয়ান।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সুপারমুন ঘটে যখন পূর্ণিমার চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি বিন্দুতে পৌঁছে যায়—যা সাধারণত গড় দূরত্বের প্রায় ১০ শতাংশ কম। চাঁদের কক্ষপথ ডিম্বাকার হওয়ায় এর দূরত্ব সময়ভেদে কমবেশি হয়।

২০২৫ সালের এই সুপারমুনে চাঁদ পৃথিবী থেকে ৩৫৭ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে। ধারণা করা হচ্ছে, আজকের চাঁদ স্বাভাবিক পূর্ণিমার তুলনায় প্রায় ৮ শতাংশ বড় এবং ১৬ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাতের আকাশে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!