পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিন দিন পর খাল থেকে এক শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার একটি খালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম আব্দুর রশিদ হাওলাদার (১০২)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২ নভেম্বর) সকালে আব্দুর রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি তখন পুলিশকে জানানোও হয়নি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাউফল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, আব্দুর রশিদ হাওলাদার এলাকায় একজন ভদ্র ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শতবর্ষ অতিক্রম করা এই বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “নিখোঁজের বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিক সুরতহালে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। বৃদ্ধ মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। মৃত্যুটি স্বাভাবিক বলেই মনে হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

