AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নিজেদের আধুনিকায়ন করেছে: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩২ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নিজেদের আধুনিকায়ন করেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের দাবি ও নানা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতেই দলের নীতিমালা দাঁড় করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

তারেক রহমান লিখেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনই বিএনপির প্রধান কাজ। এজন্য গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে মজবুত করা হচ্ছে। দলীয় সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৭ হাজারের বেশি জনকে বহিষ্কার বা পদচ্যুত করা হয়েছে। তিনি বলেন, দুর্নীতি ও অসদাচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই প্রমাণ করে যে বিএনপি নিজেও জবাবদিহিতা মেনে চলে।

তিনি আরও উল্লেখ করেন, তরুণদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি নতুন নেতৃত্ব, নারী ও পেশাজীবীদের সম্পৃক্ত করছে। “রাজনীতি যেন কেবল ক্ষমতার খেলা না হয়ে ওঠে, বরং সবার অংশগ্রহণে জনসেবার ক্ষেত্র হয়ে দাঁড়ায়”— এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁদের সেই আদর্শ নিয়েই বিএনপি এখন একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী ও আধুনিক রাষ্ট্রগঠনের প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে।

বার্তার শেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, “ঐক্য ও শৃঙ্খলাবদ্ধতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। তাহলেই বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”

 

একুশে সংবাদ/য.ট/এ.জে

Link copied!