AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুষ্ঠু ভোট হলে ডাকসুতে জয়ী হবে ছাত্রদল : রুহুল কবির রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সুষ্ঠু ভোট হলে ডাকসুতে জয়ী হবে ছাত্রদল : রুহুল কবির রিজভী

অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের ছাত্র সংগঠন হলো ছাত্রদল। যদি শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে ডাকসুতে জয় হবে ছাত্রদলের।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বর্তমানে আলোচিত পিআর পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, “হঠাৎ করে কিছু রাজনৈতিক দল এ নিয়ে নানা কথা বলছে। কিন্তু এই পিআর পদ্ধতি কী—সাধারণ মানুষ কি জানে? গ্রামের মানুষ, সাধারণ জনগণ কি বুঝবে? এ দেশে তো আগে কখনো এর ব্যবহার হয়নি, কোনো নজিরও নেই। জনগণও এটি চায় না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপূণ রায়।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!