বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বহুবার ধ্বংসের চেষ্টা হয়েছে তারপরও বিএনপি প্রতিবার নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম চালিয়েছে। ষড়যন্ত্র করে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজারকে হত্যা করা হয়েছে এবং ১৭০০ জনকে গুম করা হয়েছে। তবুও বিএনপি ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। এখন সামনে বড় চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”
বিএনপি মহাসচিবের ভাষ্যে, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনেন। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপ দেন, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং মুক্তবাজার অর্থনীতি চালু করেন। এর ফলে শিল্প-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।
তিনি বলেন, “পোশাক শিল্প ও বিদেশে শ্রমশক্তি রপ্তানির উদ্যোগও জিয়াউর রহমানের সময় শুরু হয়। পরে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেন এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তন করেন।”
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, বিএনপি সংস্কার কমিশনের কাজেও সহযোগিতা করেছে। ভবিষ্যতে জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়ে দেশকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে