ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে র্যাব-৯ সদস্যরা পরিত্যক্ত দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা ইউনিয়নের দগরীসার এলাকায় অভিযান চালিয়ে এই ফলাফল পাওয়া যায়।
উদ্ধারের সময় খোঁজাখুঁজি করে কামাল হোসেনের ফসলি জমির পাশ থেকে একটি পাইপগান, দুইটি শটগানের গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী পরবর্তীতে আশুগঞ্জ থানায় জিডি নথিভুক্ত করে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে