AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরের বড়াইগ্রামে গাঁজা কাণ্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৪:২৩ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে গাঁজা কাণ্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রামে গাঁজা কাণ্ডে অভিযুক্ত বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে এই আদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এসআই আব্দুর রাজ্জাক মাত্র সাত কেজি গাঁজা নিয়েই থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে “৩০ কেজি গাঁজা সহ আটক, ৭ কেজি দিয়ে মামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করে।

প্রকাশিত সংবাদ ও প্রশাসনের উর্ধ্বতন নজরদারির পর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।”

উল্লেখ্য, এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে আইনী সুবিধা প্রদান, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোষের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা এবং অন্যান্য অসদাচরণ।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!