AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজার ভ্রমণে এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৬ পিএম, ৬ আগস্ট, ২০২৫

কক্সবাজার ভ্রমণে এনসিপির  ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের পাঁচ নেতার বিরুদ্ধে দলীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। রাজনৈতিক পর্ষদের পূর্বানুমতি না নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য সশরীরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির দপ্তরবিষয়ক যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশপ্রাপ্ত পাঁচজন নেতার মধ্যে রয়েছেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

চিঠিতে উল্লেখ করা হয়, “গত ৫ আগস্ট, ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ও জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ এক দিনে, আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা পূর্বানুমতি ছাড়াই কক্সবাজার সফরে যান। রাজনৈতিক পর্ষদের কাছে এ সফর সম্পর্কে কোনো পূর্ব তথ্য বা অনুমতি চাওয়া হয়নি।”

এ পরিস্থিতিকে ‘দলীয় শৃঙ্খলার ব্যত্যয়’ হিসেবে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, “ঘটনার প্রেক্ষাপট ও সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা ব্যাখ্যা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে অনুরোধ করা যাচ্ছে।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!