AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: রিজভী

নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও আমাদের মধ্যে সংশয় আছে। তবে কমিশন আশ্বস্ত করেছে, তারা নির্বাচনের প্রস্তুতিতে সুসংগঠিতভাবে কাজ করছে।

রিজভী আরও জানান, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সীমানা পুনর্নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের বিষয়েও আলোচনা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট আসন নিয়ে আলাদা আলোচনা হয়নি।

তিনি উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও কিছু ব্যক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। কমিশন জানিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে।

রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মত থাকতে পারে। বিএনপি নানা সময়ে পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে মতামত জানিয়েছে। আজকের বৈঠকে সার্বিক প্রস্তুতি সম্পর্কে তথ্য জানার সুযোগ হয়েছে। আমাদের আশা, কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে সঠিক ভূমিকা রাখবে এবং সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।

এক প্রশ্নের জবাবে তিনি নুরের ওপর হামলার ঘটনা নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং বলছেন, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজভী বলেন, কোন দল নিবন্ধন পাবে বা পাবে না তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!