গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
রোববার (৩১ আগস্ট) রাত ৮টায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সালথা সদরের বাইপাস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে গিয়ে শেষ হয়। পরে বাইপাস সড়কের চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির হাওলাদার, অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশীদ, সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্ল্যা ইমরান, সিনিয়র সহ-সভাপতি হেদায়েত হোসেন, সহ-সভাপতি চাঁন মিয়া, নগরকান্দা উপজেলা আহ্বায়ক ফরহাদ মোল্ল্যা, সদস্য সচিব নাহিদ ইসলাম, যুব অধিকার পরিষদের সদস্য সচিব রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল রানা, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি তুহিন মিয়া, ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ।
বক্তারা নূরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলার পেছনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এর দায় নিয়ে তার পদত্যাগ করতে হবে। তারা বলেন, “আজ নূরের উপর হামলা হয়েছে, আগামীকাল যেকোনো নাগরিকের উপর হতে পারে।” তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একুশে সংবাদ/এ.জে