বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে উদার ধারার রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং জনগণের সেই আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুই বিএনপি। তাই নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে সামনে থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও দাবি করেন, বিএনপির বিরোধীরা ভুল ধারণা ছড়াচ্ছে যে দলটি সংস্কারবিরোধী। বাস্তবে বিএনপিই প্রথম সংস্কার কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ আবারও স্বৈরশাসনের হাতে পড়ে যাবে বলে সতর্ক করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, কেউ কেউ আগেভাগেই ক্ষমতায় আসার ভ্রান্ত ধারণা পোষণ করছে এবং ইতোমধ্যে নানা ক্ষেত্রে দমন-পীড়ন শুরু করেছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, ক্ষমতার কাছাকাছিও তারা পৌঁছাতে পারেনি।
একুশে সংবাদ/ই.ট/এ.জে