AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত !


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৭ পিএম, ২৯ আগস্ট, ২০২৫

ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত !

ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ আন্দোলনের (হুথি) প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। এ তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম মেহের নিউজ।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই হামলায় আল-রাহাভি ছাড়াও তার কয়েকজন সহযোগী ও অন্তত চারজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট আনসারুল্লাহ আল-রাহাভিকে তাদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্র মতে, শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে এ নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। আনসারুল্লাহর এক কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলি হামলার লক্ষ্য আল-রাহাভি নন, বরং এটি সামরিক কমান্ড কাঠামোর ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সানায় বিমান হামলার কথা নিশ্চিত করলেও তাদের লক্ষ্যবস্তু নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হুথি-নেতৃত্বাধীন সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কমান্ডাররা ছিল প্রধান লক্ষ্য। তবে আনসারুল্লাহর মুখপাত্র নসর আল-দীন আমের বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানকে টার্গেট করার তথ্য সঠিক নয়।

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় ইয়েমেন ও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/ ই.প্র/এ.জে

Link copied!