রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সহসভাপতি (ভিপি) পদে লড়তে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী শহরের বাসিন্দা তাসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার অভিজ্ঞতাই তাকে সাহস জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। ১৯৮৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী হননি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনে এবার প্রথমবারের মতো ভিপি পদে নারী প্রার্থী হচ্ছেন তাসিন। তবে ছাত্রী হলের অন্যান্য পদে কয়েকজন শিক্ষার্থী প্রার্থিতা করছেন।
প্রার্থী হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তাসিন বলেন, “জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি। পরে মনে হয়েছে, রাকসুর এই ঐতিহাসিক নির্বাচনে অংশ নেওয়া উচিত। ঘনিষ্ঠদের পরামর্শে ভিপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ভোটের পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “মতাদর্শিক দ্বন্দ্ব আছে, প্রশাসনও এখনো খুব একটা সক্রিয় নয়। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
রাকসুর মনোনয়নপত্র বিতরণ হয়েছে ২৪–২৮ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১–৪ সেপ্টেম্বরের মধ্যে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে