‘জুলাই ঘোষণাপত্রে’ নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচন আয়োজনের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কনস্টিটিউশন পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। একইসঙ্গে তিনি দ্রুত একটি নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানান।
বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপির আপত্তি নেই। তবে নির্বাচনের আগে দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দৃশ্যমান হতে হবে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে হবে—এটি সরকারের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সমান সুযোগ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”
একুশে সংবাদ/য.ট/এ.জে