AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশকে সঠিক পথে ফেরাতে নির্বাচনই একমাত্র সমাধান : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৯ এএম, ৭ জুলাই, ২০২৫

দেশকে সঠিক পথে ফেরাতে নির্বাচনই একমাত্র সমাধান : মির্জা ফখরুল

দেশকে সঠিক পথে ফেরাতে নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতেই একটি অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন আয়োজন করা হবে। গণতান্ত্রিক পথে দেশের অগ্রগতি সম্ভব কেবল নির্বাচনের মাধ্যমেই।”

সিলেট সফরের শুরুতেই বিএনপি মহাসচিব হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন।

এরপর তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।

বিকেলে তিনি সিলেট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার এসব শহীদদের স্মরণে এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল। তার সঙ্গে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।

উল্লেখ্য, সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সরাসরি মাজার জিয়ারতে যান।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!