AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেছনে ছিল ধোঁয়া ও লাশ, সামনে ছিল সত্য


Ekushey Sangbad
বশির হোসেন বাবু
০৪:৪৩ পিএম, ৬ আগস্ট, ২০২৫

পেছনে ছিল ধোঁয়া ও লাশ, সামনে ছিল সত্য

২০২৪ সালের ১৭ জুলাই—আমার জীবনের সেই দিন, যেদিন বেঁচে ফিরেছি কেবল শরীর নিয়ে, মন নয়।

সকালের শুরুটা ছিল একেবারে স্বাভাবিক। মোবাইল হাতে নিয়ে খিলগাঁও থেকে রওনা হয়েছিলাম পল্টনের দিকে। কিন্তু কিছুদূর যেতেই বুঝলাম, এই পথ আর ফিরিয়ে নেওয়ার মতো নয়। রাস্তাটা যেন রূপ নিয়েছে এক চলন্ত কবরখানায়। চারদিকে শুধু লাশ... রক্ত... চিৎকার... আর ধোঁয়ার কুন্ডলি।

সাংবাদিক পরিচয় সেদিন আমার ঢাল হতে পারেনি। পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট—সব পেরিয়ে আমি ছুটেছি কেবল সত্যের দিকে। কারণ আমি জানি, কেউ না কেউ তো ইতিহাস লিখে যাবে। আর সেই কেউটা আমি নিজেই হতে চেয়েছি।

একটা বাড়ির জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে মনে হয়েছিল, এই শহরটা আজ আর মানুষ রাখে না—শুধু লাশ রাখে। তবু থামিনি।

আমার সঙ্গে ছিলেন আরেক সাহসী সহযোদ্ধা—জান্নাতুর রহমান। গুলির মাঝেও তার হাতে ছিল ক্যামেরা, চোখে ছিল আগুন। আমি বলেছিলাম, “এগিয়ো না।” সে বলেছিল, “সত্যকে পেছনে রেখে কেউ নিরাপদ থাকতে পারে না।”

সেদিনই বুঝেছিলাম—এই পেশা কেবল পেটের দায় নয়, আত্মার দায়িত্ব। আমরা রাজপথে ছিলাম শুধু খবর তোলার জন্য নয়, সময়ের সাক্ষ্য রাখার জন্য।

ভয়ে গা শিউরে উঠেছিল, চোখে জলও এসেছিল—তবু পিছু হটিনি।

কারণ মৃত্যুর থেকেও বড় ভয় হলো ভুলে যাওয়া।

আমরা দাঁড়িয়ে থেকেছি, যাতে কেউ ভুলে না যায়—এই সময়, এই কান্না, এই লাশের শহর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!