জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সংলাপের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত হবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন ১২ দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বুধবার (৬ আগস্ট) রাজধানীর এক অনুষ্ঠানে গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচনসংক্রান্ত ঘোষণার পর এটি হবে তারেক রহমানের সঙ্গে জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

