AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে চোরাই ৬ সিএনজি উদ্ধার, আটক ১



মৌলভীবাজারে চোরাই ৬ সিএনজি উদ্ধার, আটক ১

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ছয়টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা যানবাহনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার নাম আব্দুল কাইয়ুম। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ৪ আগস্ট রাতে গিয়াসনগর ইউনিয়নের করিমনগরে একটি গ্যারেজের তালা ভেঙে চারটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ পাওয়ার পর সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি তদন্ত দল গঠিত হয়, যেখানে ছিলেন এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া ও এএসআই সাইদুর রহমান।

পরদিন ৫ আগস্ট, সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি চুরি হওয়া সিএনজির পাশাপাশি আরও দুইটি সিএনজি উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, সিএনজি মালিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!