AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : সভাপতি রাকিবুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪১ পিএম, ৩ আগস্ট, ২০২৫

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : সভাপতি রাকিবুল

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ছাত্রদলের অগ্রযাত্রা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, প্রয়োজনে তাদের ‍‍`বিষদাঁত‍‍` উপড়ে ফেলার শক্তি ছাত্রদলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থান’ মাসের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

রাকিবুল বলেন, “ছাত্রদলের অভিভাবক তারেক রহমান যদি ডাক দেন, তাহলে সারা দেশে ছাত্রদল নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম।”

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য শীর্ষ নেতারা।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমাবেশ পরিচালনা করেন। শুরুতেই বিগত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাকর্মীদের স্মরণ করা হয়।

নাছির উদ্দীন বলেন, “গণতন্ত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে সাবেক সভাপতি ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মী নিখোঁজ ও নিহত হয়েছেন। গুম, খুন ও নির্যাতন—এটাই ছিল গত সরকারের দমননীতি।”

সমাবেশস্থলে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যান্ড এবং স্লোগানে মুখরিত ছিল চারপাশ। তারা বারবার স্লোগান দেন— ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’,‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!